আজ সেই ভয়াল অভিশপ্ত ২১ আগস্ট ! কি ভয়াবহ কি সাংঘাতিক কি মর্মান্তিক ঘটনা যে দেশি বিদেশী অপশক্তি ও রাস্ট্রশক্তির প্রত্যক্ষ সহযোগিতায় জঙ্গিরা দেশের প্রধানবিরোধী নেতা শেখ হাসিনাকে হত্যা করার জন্য পাকি আর্জেজ গ্রেনেড দিয়ে হামলা করে আইভী রহমান সহ অনেক নেতা কর্মি সেইদিন নিহত আহত হন !!
রাজনীতির সঙ্গে অল্প বিস্তর সম্পর্কহেতু সেইদিন জনসভার আগে আমি বঙ্গবন্ধু এভিনিউ গিয়েছিলাম কিন্ত সন্ত্রাস বিরোধী সেই সমাবেশ শুরু হতে বিলম্ব হওয়াতে আমি চলে আসি, সেইদিন ছিল শনিবার, আমার সাপ্তাহিক ছুটি, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ঢু মেরে কার্জনহলের সায়েন্স ক্যাফেতে খেয়ে শেখ হাসিনার জনসভা দেখতে গিয়েছিলাম, পরে নিউ মার্কেট হয়ে নীলক্ষেতে বইপত্র কেনাকাটা করতে করতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে, তাড়াতাড়ি মানিকমিয়া এভিনিউ দিয়ে উত্তরা চলে আসি, তারপরদিন আমরা বেক্সিমকোর অফিসাররা আনিস, সেলিম, মামুন, এজাজ ভাই মিলে সিএমএইচে আমাদের সেই সময়ের সিইও নাজমুল হাসান পাপন সাহেবের মা আইভী রহমানকে দেখতে গিয়ে ভেতরে ঢুকতে পারি নাই, ৭২ ঘন্টা পর তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়, পরে তার কুলখানিতে অংশ নিতে হয়, সবই স্মৃতি, ফিনিক্স পাখির মত শেখ হাসিনা বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে বর্তমানে বিশ্বের প্রভাবশালী নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী !!! জয়তু শেখ হাসিনা ।